logo ৩০ এপ্রিল ২০২৫
কাঠগড়ায় কসবি, ৩৫ ধর্ষিতার ছবি নিউ ইয়র্ক ম্যাগাজিনে!
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৫ ১৭:৪১:১৭
image

ঢাকা: মার্কিন কৌতুক অভিনেতা বিল কসবির বিরুদ্ধে অভিযোগকারীনি ৩৫ ধর্ষিতার ছবি ছেপেছে দ্য নিউ ইয়র্ক ম্যাগাজিন। ম্যাগাজিনটির প্রচ্ছদ পাতাতেই তাদের ছবি ছাপানো হয়েছে।


বিল কসবির বিরুদ্ধে যে ৪৬ জন নারী প্রকাশ্যে ধর্ষণের অভিযোগ করেছিল তাদের মধ্য থেকেই ওই ৩৫ জনের ছবি ছাপা হয়েছে। গত পাঁচ দশক ধরে বিল কসবি ওই নারীদের ধর্ষণ করেন। ধারণা করা হয় এর বাইরেও আরো অনেক নারী ধর্ষিত হয়েছেন যারা কসবির বিরুদ্ধে মুখ খোলেন নি।


ওই ৩৫ ধর্ষিতার সকলেরই সাক্ষাৎকার নিয়েছে ম্যাগাজিনটি। এতে দেখা গেছে কসবির হাতে ধর্ষিত হওয়ার তাদের সকলের গল্পের মধ্যেই ব্যাপক সামঞ্জস্য আছে। ঘটনার বর্ণনা থেকে শুরু করে পুরো ঘটনা ও ঘটনার পর তাদের অনুভুতি সব কিছুতেই এই সামঞ্জস্য দেখা গেছে।


প্রতিটি গল্পই নিজের মতো করে বীভৎস ও আতঙ্ক জাগানিয়া। কিন্তু গল্পগুলোকে একসঙ্গে দেখলে, পড়লে ও ধর্ষিতাদের অভিজ্ঞতা একই পাত্রে রেখে বিবেচনা করলে এই বীভৎসতা ও আতঙ্ক আরো বহুগুনে বেশি অনুভুত হয়।


তবে কসবি এখনো তার অপরাধ স্বীকার করে নেননি। তিনি অবশ্য একাধিক নারীকে নেশাদ্রব্য খাইয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছেন। কিন্তু তার দাবি ওই নারীদের সম্মতিতেই তিনি তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।


যুক্তরাষ্ট্রের ১০টি ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাসকারী ওই ৪৬ নারীর প্রত্যেকেই অভিযোগ করেছেন কসবি নিজের প্রভাব প্রতিপত্তির সুযোগে তাদেরকে প্রলুব্ধ করে নিজের বাড়িতে বা কোনো হোটেল কক্ষে একসঙ্গে ডিনার করতে নিয়ে গিয়ে নেশাদ্রব্য খাইয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।


(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএটি)