logo ২৯ এপ্রিল ২০২৫
দুই কার্যদিবস পর বেড়েছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৫ ১৫:৪১:২৮
image

ঢাকা: দুই কার্যদিবস পতনের পর মঙ্গলবার উভয় বাজারেই ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন হয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।


মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৭৯ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।


লেনদেন হয়েছে ৭২০ কোটি ১২ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৯ বেড়ে ১২ হাজার ১৭৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। লেনদেন হয় মোট ৫৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৮জুলাই/এমএন)