logo ২৯ এপ্রিল ২০২৫
নিম্নমুখী সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৫ ১৫:৫৩:১৫
image

ঢাকা: আগের কার্যদিবসের রেশ ধরে দিনশেষে উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেনে পতন হয়েছে।


সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৮৬৯ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।


লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিলো ৭৫৪ কোটি ৮৯ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৯ কমে ১২ হাজার ৯৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। লেনদেন হয় মোট ৪৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রবিবার লেনদেন হয়েছিলো ৫৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএন)