logo ৩০ এপ্রিল ২০২৫
দিনশেষ সূচক ও লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুলাই, ২০১৫ ১৫:৩৬:২৯
image

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী সূচকে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন হয়েছে। একই সঙ্গে ঢাকার বাজরে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৭৬ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


লেসদেন হয়েছে ৭৫৪ কোটি ৮৯ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৮১৩ কোটি ৯৪ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১৮ কমে ১২ হাজার ১২৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেন হয় মোট ৫৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএন)