logo ৩০ এপ্রিল ২০২৫
আটশ' কোটির ঘরে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৫ ১৫:৪২:৪৬
image

ঢাকা: শেয়ারবাজারে লেনদেনের পালে হাওয়া লেগেছে। ক্রমশ বাড়ছে লেনদেন। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছিলো ৭১৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮১৩ কোটি ৯৪ লাখ টাকা।


বৃহস্পতিবার দিনের শুরু থেকে সূচকও বেশ ঊর্ধ্বমুখী ছিলো। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮৮ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৪৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। লেনদেন হয় মোট ৫২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার লেনদেন হয়েছিলো ৫১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৩জুলাই/এমএন)