দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৫ ১৫:৩৯:২৪

ঢাকা: ঈদের ছুটির পর গতকাল মঙ্গলবার ছিলো প্রথম কার্যদিবস। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিলো সূচক। আর আজ বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৫ কোটি টাকা। যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
বুধবার দিনশেষে ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৭১৫ কোটি ১৬ লাখ টাকা। এর আগে গদ ২ জুন লেনদেন হয়েছিলো ৭২৫ কোটি টাকা।
এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০ দশমিক ৮৯ পয়েন্ট কমে এক হাজার ৮৫৭ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৫১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২জুলাই/এমএন)