চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৫ ১৫:৫৩:১৬

ঢাকা: ঈদের ছুটি শেষে লেনদেন শুরুর প্রথম দিনে দেশের উভয় বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন আগের দিনের তুলনায় সূচক বেড়ে চার হাজার ৭৩১ পয়েন্টে উন্নীত হয়েছে। গত সাড়ে ৪ মাসের মধ্যে এটিই ডিএসই সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে চলতি বছরের ২ মার্চ সূচকের সর্বোচ্চ অবস্থান ছিল ৪৭১৯.৪০ পয়েন্টে।
মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৮ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকা। ছুটির আগে গত মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৫২০ কোটি ৬৫ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। লেনদেন হয় মোট ৪৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ছুটির আগে মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২১জুলাই/এমএন)