শেষ দিনে সূচক ও লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৫ ১৫:০৯:৫৮

ঢাকা: ঈদের ছুটির আগে শেষ কার্যদিবস ছিলো আজ মঙ্গলবার। এদিন দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২০ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫২০ কোটি ৬৫ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৪৯৪ কোটি ৩২ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয় মোট ৪২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৪জুলাই/এমএন)