logo ৩০ এপ্রিল ২০২৫
ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুলাই, ২০১৫ ১৫:২৮:৩৫
image

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু করেছে দেশের উভয় পুঁজিবাজার। একই সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১১ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।


টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৭৪ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪৭৭ কোটি ২৬ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম। লেনদেন হয় মোট ৪৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১২জুলাই/এমএন)