ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুলাই, ২০১৫ ১৫:১৯:৫৮

ঢাকা: আগের কার্যদিবসের রেশ ধরে ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন হয়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৪ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৫২ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৪২ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম। লেনদেন হয় মোট ৪১ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৮জুলাই/এমএন)