পুঁজিবাজার ফটকা বাজার ছিল, সংস্কার হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৫ ১৫:০৪:০৪
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজার আগে ফটকাবাজার ছিল। কিন্তু এখন এটা মানুষ হয়েছে। মানুষ করতে সরকারকে এই বাজার নিয়ে পাঁচ বছর কাজ করতে হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৪-১৫ সালের কার্যক্রম শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন পুঁজিবাজার একটা বিনিয়োগের জায়গা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি বলেন, এই বাজার আগে এক ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল। এখন আর কারো হাতে না।
(ঢাকাটাইমস/৬জুলাই/এইচআর/জেবি)