logo ০১ মে ২০২৫
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুলাই, ২০১৫ ১১:২৮:৪৪
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।


শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।


কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বছর শেষে কোম্পানিটির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।


কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।


(ঢাকাটাইমস/৫জুলাই/এমএন)