logo ০১ মে ২০২৫
ডিএসইতে পিই রেশিও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুলাই, ২০১৫ ১১:৪০:৪৮
image

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ২ দশমিক ৮৯ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও ১৫ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে; যা আগের সপ্তাহে ছিল ১৫ দশমিক ৪১।


সপ্তাহ শেষে খাত ভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫ দশমিক ১ পয়েন্ট, সিরামিক খাতের ৪৬ দশমিক ৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৩ দশমিক ৯ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০ দশমিক ৮ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৪ দশমিক ৩ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১০ দশমিক ৩ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ২২ দশমিক ৫ পয়েন্টে, পাট খাতের ১৬১ দশমিক ৩ পয়েন্ট, বিবিধ খাতের ৩৩ দশমিক ৭ পয়েন্ট।


এনবিএফআই খাতের ১৬ দশমিক ২ পয়েন্টে, কাগজ খাতের ৯ দশমিক ৮ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩৬ দশমিক ৩ পয়েন্ট, চামড়া খাতের   ২৩ দশমিক ৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ৩১ দশমিক ১ পয়েন্ট, বস্ত্র খাতের ১২ দশমিক ৫ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতের ৩৬ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।


(ঢাকাটাইমস/৪জুলাই/এমএন)