logo ১৮ মে ২০২৫
দিনশেষে সূচক ও লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৫ ১৫:৫৫:১২
image

ঢাকা: দিনের শুর থেকেই ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন হচ্ছিলো দেশের উভয় শেয়ারবাজারে। দিনশেষেও ঊর্ধ্বমুখীতা অব্যাহত রয়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।


মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৯ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৪৫ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৪২৮ কোটি ৩০ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয় মোট ৩৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩০জুন/এমএন)