logo ০১ মে ২০২৫
সাইফ পাওয়ারটেকের ৪৯ কোটি টাকার চুক্তি
নিজস্ব প্রতিবেদেক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৫ ১২:৪০:৩৫
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক নিউমুরিং কনটেইনার টার্মিনালে পণ্য পরিবহনে ব্যবহৃত কনটেইনার এবং কনটেইনারবাহী কার্গো পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে চুক্তি করেছে। ৪৯ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকায় এ চুক্তি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


চুক্তির আওতায় সাইফ পাওয়ারটেক আগামী ২ বছর কনটেইনার টার্মিনালের ৪ ও ৫নং বার্থে কনটেইনার ও কনটেইনারবাহী কার্গো পরিচালনা করবে।


টার্মিনালের ওই দুটি বার্থে কনটেইনার পরিচালনায় অংশীদারীর নেতৃত্বে থাকবে সাইফ পাওয়ারটেক। এম এইচ চৌধুরী ও এ এন্ড জে ট্রেডার্স আরও দুটি প্রতিষ্ঠান সহায়ক অংশীদার হিসেবে সাইফ পাওয়ারটেকের সঙ্গে কাজ করবে।


(ঢাকাটাইমস/২৮জুন/এমএন)