সপ্তাহশেষে সূচক ও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুন, ২০১৫ ১৩:২৫:০৪

ঢাকা: গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন কমেছে। একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৪২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৬২৭ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৯৩৬ কোটি ২১ লাখ ২২ হাজার ২৬ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৯৩ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৩৯৮ টাকা বা ৪ দশমিক ৮৩ শতাংশ।
গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমেছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৫২৬ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৩৮৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৪০৫ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৪ দশমিক ৮৩ শতাংশ।
গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৩ শতাংশ বা ৬৪ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ বা ২৬ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৮৫ শতাংশ বা ৯ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৫২ কোটি ২০ লাখ ৩০ হাজার ৬১৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ২০২ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৮০০ টাকার। গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১ দশমিক ৩২ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ৫৮ শতাংশ।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
(ঢাকাটাইমস/২৭জুন/এমএন)