উত্তরা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুন, ২০১৫ ১১:০০:৪৭
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুলাই।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী মুনাফার পরিমাণ ১৭ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা। শেয়ার প্রতি আয় হয়েছে ১.৫৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৩.২১ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১৮.৯৩ টাকা।
(ঢাকাটাইমস/২৫জুন/এমএন)