দুটি বিদ্যুৎকেন্দ্র অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৫ ১২:০৬:১৮
ঢাকা: সক্ষমতা বাড়ানোর জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডিসিএল) দুটি বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহণ করবে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটি হচ্ছে ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড (ইউআপিএল) এবং শাজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এসপিজিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ারের উৎপাদন ক্ষমতা ৫৩ মেগাওয়াট। আর শাজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ মেগাওয়াট। দুটি কেন্দ্রেই জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। আনুষাঙ্গিক কার্যক্রম সমাপ্ত ও অনুমোদন সাপেক্ষে এ অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগামী ৯০ দিনের মধ্যে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে বলে কোম্পানির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪জুন/এমএন)