লেনদেন বাড়লেও সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৫ ১৫:৩৬:০৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় লেনদেন বাড়লেও সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৩ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৩৮০ কোটি ৫১ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ১৫৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। লেনদেন হয় মোট ৩৫ কোটি ৮০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৩জুন/এমএন)