বিওতে বেক্সিমকো ফার্মার বোনাস শেয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুন, ২০১৫ ১২:০০:০৪
ঢাকা: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ২২ জুন সোমবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে বেক্সিমকো ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৩ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানির রেকর্ড ডেট ছিল ২১ মে।
(ঢাকাটাইমস/২২জুন/জেএস)