এশিয়া ইন্স্যুরেন্সের আয় কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৫ ১২:২৫:১৫
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্সের আয় কমেছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ৪১.২১ শতাংশ আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এশিয়া ইন্স্যুরেন্সের করপরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৯ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ২৩ পয়সা।
আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৩৯ পয়সা।
(ঢাকাটাইমস/২১জুন/এমএন)