সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনাইটেড এয়ারওয়েজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৫ ১০:১২:৪১
ঢাকা: গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ।ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ইউনাইটেড এয়ারওয়েজের ৯ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৭৩৭টি শেয়ার ৯৪ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেডের ২১ লাখ ১৩ হাজার ৮৮টি শেয়ার ৭০ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের তৃতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোস্পানি লিমিটেডের সপ্তাহজুড়ে ৮৬ লাখ ২০ হাজার ৫টি শেয়ার ৬১ কোটি ৩৬ লাখ ১৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, ফ্যালিটেক্স (বিডি) লিমিটেড, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বিডি এবং আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড।
(ঢাকাটাইমস/২০জুন/এমএন)