logo ০২ মে ২০২৫
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৫ ১৫:৪৯:৫৯
image

ঢাকা: আগের দিনের রেশ ধরে সপ্তাহের তৃতিয় কার্যদিবসেও সূচক বেড়েছে। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।


মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪১ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৯ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৩১৮ কোটি ৬৮ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। লেনদেন হয় মোট ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৬জুন/এমএন)