তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৫ ১১:০২:৩৬
ঢাকা: আগামীকাল বুধবার লেনদেন শুরু হতে যাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যারা শেয়ার বরাদ্দ পেয়েছেন তারা যাতে লভ্যাংশের সুবিধা পেতে পারেন সেজন্য লেনদেন শুরু হওয়ার পর রেকর্ড ডেট ও এজিএমের তারিখ ঘোষণা করা হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ি কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.০৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭.৪৪ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩.৯০ টাকা।
(ঢাকাটাইমস/১৬জুন/এমএন)