মূলধন বাড়াবে ইউনাইটেড এয়ারওয়েজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৫ ১৩:১৮:২৬
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা মূলধন সংগ্রহ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ইউনাইটেড এয়ারওয়েজ অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা করবে।
একই সঙ্গে কোম্পানিটি পরিশোধিত মূলধনও বাড়াবে। এ কারণে কোম্পানিটি নতুন ৬২ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা সংগ্রহ করবে।
জানা গেছে, এই কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে ঋণ পরিশোধ ও ব্যাবসা সম্প্রসারণ করবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়েই কোম্পানিটি মূলধন বাড়াতে পারবে।
ইউনাইটেড এয়ারওয়েজ আগামী ৬ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১০টায় প্লট ৯/বি, সেক্টর-৮, টঙ্গী ডাইভারসন রোড (আব্দুল্লাহপুর) উত্তরায় ইজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ২৯ জুন।
(ঢাকাটাইমস/১৬জুন/এমএন)