সপ্তাহের প্রথম দিনই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১৫:৫৫:২৩
ঢাকা: সূচক ও লেনদেনের পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ হয়েছে। উভয় বাজারেই একই পরিস্থিতি বিরাজ করছে।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৭২০ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ২ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪৫০ কোটি ৬৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৮০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। লেনদেন হয় মোট ৩৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৪জুন/এমএন)