logo ০৩ মে ২০২৫
সপ্তাহশেষে সূচক ও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৫ ১২:২১:৩০
image

ঢাকা: বাজেট পরবর্তী প্রথম সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন উভয়ই কমেছে। অথচ গত সপ্তাহে লেনদেন হয়েছে পাঁচ কার্যদিবস আর এর আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছিলো।


গেলো সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৭৪ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার ২৪৯ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩ হাজার ১৫ কোটি ২ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৩৪০ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১২৯ টাকা বা ১১ দশমিক ২৯ শতাংশ।


গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমেছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৫০ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৭৫৩ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৩৪৪ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ২৯ দশমিক ০৩ শতাংশ।


লেনদেনের পাশাপাশি সব ধরণের সূচক কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৬ শতাংশ বা ৭৬ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ১৮ শতাংশ বা ২০ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ বা ১৮ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩১৬ কোটি ৬ লাখ ৬৮৪ টাকার শেয়ার। সিএসইতেও আগের সপ্তাহের তুলনায় সূচক কমেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ২৬ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।


(ঢাকাটাইমস/১২জুন/এমএন)