logo ০৩ মে ২০২৫
পতনে লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৫ ১৫:৩৮:৪৯
image

ঢাকা: সূচক ও লেনদেনের পতন দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষ করলো উভয় পুঁজিবাজার। দিনের শুরু থেকেই এদিন সূচকে নিম্নমুখী প্রবণতা ছিলো।  


মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৩৮ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৭০ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৫৮৬ কোটি ৫ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ০ দশমিক ৬১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১১ হাজার ৬৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। লেনদেন হয় মোট ৬৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৯জুন/এমএন)