উত্তরা ফাইন্যান্সের বোর্ড সভা ১৭ জুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৫ ১১:২৪:৪৪
ঢাকা: আর্থিক খাতের উত্তরা ফাইন্যান্স পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। আগামী ১৭ জুন বুধবার বিকেল ৪টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর উত্তরা ফাইন্যান্স বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
(ঢাকাটাইমস/৭জুন/এমএন)