logo ০৭ মে ২০২৫
সূচকের উত্থান-পতনে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৫ ১২:২৭:১৭
image

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এরপর ১৫ মিনিট পরপর সূচকের উত্থান-পতন লক্ষ্য করা যায়।


বৃহস্পতিবার বেলা ১২টা ১৫মিনিট পর্যন্ত ডিএসই প্রধান ডিএসইএক্স সূচক৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ পয়েন্টে। এ পর্যন্ত লেনদেন হয়েছে ২০৫ কোটি ৩১ লাখ টাকা।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির। আর দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।


লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সিএসইএক্স সূচক ০ দশমিক দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০২ পয়েন্টে। সিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১১ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।


(ঢাকাটাইমস/৪জুন/এমএন)