দর বাড়ার কারণ নেই সামিট পাওয়ারের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৫ ১২:৫৭:২২
ঢাকা: সাম্প্রতিক অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারণ দর্শানোর নোটিশের জবাবে এমনটাই জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১ মাসে মাত্র ৪ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ২৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৪২ টাকা ৮০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৫ টাকা ২০ পয়সা ।
গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা থেকে ৪৫ টাকা ৯০ পয়সা পর্যন্ত।
(ঢাকাটাইমস/২জুন/এমএন)