দিনশেষে সূচক ও লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৫ ১৫:৪৮:২৭

ঢাকা: সূচকের পতনে সপ্তাহের তৃতিয় কার্যদিবস শেষ করেছে উভয় পুঁজিবাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে।
মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।
টাকার অংকে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৭৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিলো এক হাজার ২ কোটি ৩৩ লাখ টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে ১১ হাজার ১৭২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট কমে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয় মোট ৬০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২জুন/এমএন)