logo ০৭ মে ২০২৫
ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৫ ১৫:৪৯:০৪
image

ঢাকা: সূচক ও লেনদেনের অগ্রগতিতে ধীরে ধীরে ইতিবাচক পথে এগুচ্ছে দেশের দুই শেয়ারবাজার। এরই ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ সোমবার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। যা গত সাড়ে সাত মাসের মধ্যে সর্ব্বোচ্চ লেনদেন।


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ০২ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা। এর আগে গত বছরের ১৪ অক্টোবর ডিএসইর লেনদেন হয়েছিলো এক হাজার ৯৭ কোটি ৫২ লাখ টাকা।রবিবার লেনদেন হয় ৭৮৮ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা।


সোমবার দিনশেষে ডিএসইতে সব ধরণের সূচকও বেড়েছে। ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৮ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয় মোট ৭৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১জুন/এমএন)