আয় কমেছে ইস্টার্ন হাউজিংয়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মে, ২০১৫ ১১:১৭:২১
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিংয়ের তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (ফেব্রুয়ারি, ১৫ – এপ্রিল, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৬ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১২ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা।
গত ৯ মাসে (আগস্ট, ১৪ – এপ্রিল, ১৫) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১৪ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি মুনাফা করেছিল ১৯ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা।
(ঢাকাটাইমস/২৮মে/এমএন)