logo ০৮ মে ২০২৫
অকারণেই দর বাড়ছে ৩ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মে, ২০১৫ ১১:৩২:২১
image

ঢাকা: কোনো প্রকার কারণ ছাড়াই গত কয়েকদিন ধরে টানা শেয়ারের দর বাড়ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির। অস্বাভাবিক দর বাড়ার পেছনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কারণ দর্শানোর নোটিশের জবাবে এমনটি জানিয়েছেন কোম্পনিগুলোর কর্তৃপক্ষ।


কোম্পানিগুলো হলো-এসিআই ফরমুলেশন্স, বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টীল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার বিশ্লেষণে জানা যায়, এসিআই ফরমুলেশন্সের শেয়ারের দর গত ২৯ এপ্রিল ছিল ১৫৮.৮০ পয়সা। এক মাসের ব্যবধানে ২৭ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৩৬.২ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭৭.৪০ টাকা।


গত ৪ মে বিএসআরএম লিমিটেডের শেয়ারের দর ছিল ৪৭.১০ টাকা। ১৭ কার্যদিবস শেষে ২৭ মে কোম্পানিটির শেয়ারের দর ৭৪.৮ গিয়ে দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৭.৭ টাকা।


বিএসআরএম স্টীল মিলসের শেয়ারের দরও ৪ মে’র পর থেকে টানা বাড়ছে। ৪ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫৪.২০ টাকা। ২৭ মে শেয়ারের দর বেড়ে হয়েছে ৭৬ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২১.৮ টাকা।


(ঢাকাটাইমস/২৮মে/এমএন)