ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ২৪১ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মে, ২০১৫ ১৫:৩৯:৪৬

ঢাকা: কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের লেনদেন শুরু করতে বিলম্ব হয়েছে। আজ সোমবার পৌনে দুই ঘণ্টা পর সোয়া ১২টায় ডিএসইর লেনদেন শুরু হয়েছে। লেনদেন চলবে বিকেল সোয়া ৪টা পর্যন্ত।
আজ ডিএসইতে সোয়া ১টায় পর্যন্ত এক ঘণ্টায় লেনদেন হয়েছে ২৪১ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এ পর্যন্ত লেনদেন হওয়া ২৮৩টি সিকিউরিটির মধ্যে দাম বাড়ে ২০৭টির, কমে ৫২টির ও অপরিবর্তিত ছিল ২৪টির দাম। এ সময়ে পর্যন্ত ডিএসইর সব ধরনের মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
এর আগে ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয় ৪৬ কোটি টাকা। ওই পর্যন্ত লেনদেন হওয়া ১৫০টি কোম্পানির মধ্যে দাম বাড়ে ১১৪টির, কমে ২০টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
এর আগে কারিগরি ত্রুটির কারণে দিনের লেনদেনের কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না।
স্বাভাবিক নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলে। কিন্তু গতকাল দুপুর ২টা ২০ মিনিটে লেনদেন শুরু হয়। মোট এক ঘণ্টা ৪০ মিনিটে গতকাল লেনদেন হয় ৩৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
ডিএসইতে লেনদেনে বিঘ্ন ঘটলেও আজও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথাসময়ে শুরু হয়েছে।
(ঢাকাটাইমস/২৫মে/জেএস)