মূল্য সংশোধনে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মে, ২০১৫ ১৫:৪২:২৩

ঢাকা: টানা দুইদিন লেনদেন ও সূচকে বড় ধরণের উত্থানের পর বুধবার দিনশেষে কিছুটা নিম্নমুখী রয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেনও কিছুটা কমেছে। তবে এ নিম্নমুখী প্রবণতাকে মূল্য সংশোধন হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।
বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০ দশমিক ৩৯ পয়েন্ট কমে এক হাজার ৮৩ পয়েন্টে স্থির হয়।
টাকার অংকে লেনদেন হয়েছে ৭৮২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিলো ৮০৮ কোটি ৭৫ লাখ ১৫ হাজার টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৪০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৫৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। লেনদেন হয় মোট ১১৭ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২০মে/এমএন)