logo ০৮ মে ২০২৫
খুলনা পাওয়ারের পর্ষদ সভা আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মে, ২০১৫ ১১:১৬:৫৯
image

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় এই কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।


২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২০ দশমিক ৩৭ পয়সা।


(ঢাকাটাইমস/১৯মে/এমএন)