রাইট শেয়ার ইস্যু করবে বিডি থাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মে, ২০১৫ ১১:২৯:৪২
ঢাকা: পুঁজিবাজারে তালিকুভুক্ত প্রকৌশল খাতের বিডি থাই অ্যালুমিনিয়াম ১:১ হারে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সাথে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ২৫ টাকা নির্ধারণ করেছে।
একই সাথে বিডি থাইয়ের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কোম্পানি ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।
শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২২ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরান এয়ারপোর্টে ট্রাস্ট মিলনায়তনে ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
(ঢাকাটাইমস/১৯মে/এমএন)