সপ্তাহশেষে লেনেদেন বেড়েছে ১৫শ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মে, ২০১৫ ১২:১১:১১

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ ১৫শ কোটি টাকা বেড়েছে। পাশাপাশি সব ধরণের সূচক বেড়েছে।
সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৭৯ কোটি ২২ লাখ ২৭ হাজার ৬৯৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ১৭৩ টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে এক হাজার ৫৩৭ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৫২৫ টাকা বা ১০৬.৬২ শতাংশ।
গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৫৪০ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৩৬০ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৭৯৩টাকা।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৭ শতাংশ বা ১৯২ পয়েন্ট বেড়েছে। ডিএস৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ২০ শতাংশ বা ৬৫ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ বা ৩৬ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৬৭টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত ছিল ৫টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ২৫১ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাতে লেনদেন হয়েছিলো ১৪০ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩৫৩টাকা।
সিএসইতে লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৫ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৫ শতাংশ।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।
(ঢাকাটাইমস/১৬মে/এমএন)