logo ১৭ মে ২০২৫
নতুন কোম্পানিতে দুইদিন পরই সার্কিট ব্রেকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৫ ১২:৩৯:১৫
image

ঢাকা: পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি বা পতন ঠেকাতে সার্কিট ব্রেকার (নির্দিষ্ট সীমা) আরোপ সংক্রান্ত আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে নতুন তালিকাভুক্ত কোম্পানির লেনদেনে দুইদিন পরই সার্কিট ব্রেকার আরোপ হবে।


বুধবার বিএসইসির ওয়েবসাইটে আদেশটি প্রকাশ করা হয়েছে।


নতুন তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে লেনদেন শুরুর প্রথম পাঁচ দিন কোনো সার্কিট ব্রেকার থাকতো না। অনেক সময় দেখা যেতো এ পাঁচ দিনে অস্বাভাবিক হারে ওই কোম্পনির শেয়ারের দাম বেড়ে গেছে। অস্বাভাবিক এ দর বৃদ্ধি বা পতন ঠেকাতে গত ৬ মে বিএসইসির কমিশন সভায় পাঁচদিনের পরিবর্তে দুইদিন পর সার্কিট ব্রেকার আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। সে সিদ্ধান্তটি অবশেষে আদেশ আকারে জারি করেছে কমিশন।


এছাড়া লেনদন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের একদিনের দরবৃদ্ধি বা কমার ক্ষেত্রে শুধুমাত্র শতকরা হিসাব প্রযোজ্য হবে বলে কমিশনের আদেশে বলা হয়েছে। আগে শতকরা হিসাবের পাশাপাশি টাকার অংকেও সার্কিট ব্রেকারের সীমা নির্ধারণ করা হয়েছিল।


আগের দিনের শেয়ারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) ওপর যে হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে তার পরিমাণ হচ্ছে ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ২০০ টাকার বেশি ও ৫০০ টাকা পর্যন্ত ৮.৭৫ শতাংশ, ৫০০ টাকার বেশি ও ১০০০ টাকা পর্যন্ত ৭.৫০ শতাংশ, ১০০০ টাকার বেশি ও ২০০০ টাকা পর্যন্ত ৬.২৫ শতাংশ, ২০০০ টাকার বেশি ও ৫০০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ এবং ৫ হাজার টাকার বেশি যে কোনো দরের জন্য ৩.৭৫ শতাংশ হারে দর বাড়বে বা কমবে।


(ঢাকাটাইমস/১৪মে/এমএন)