শেষদিনে পতনে বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৫ ১৫:৫০:৪৮

ঢাকা: নিম্নমুখী সূচকে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ করেছে উভয় পুঁজিবাজার। তবে আগের দিনের তুলনায় ঢাকার বাজারে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।
বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৬২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৪৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার লেনদেন হয়েছিলো ৬৩৭ কোটি ৯০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৪ পয়েন্ট কমে ৮ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট কমে ১০ হাজার ৭১২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭২ পয়েন্ট কমে ১৩ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম। লেনদেন হয় মোট ৫৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার লেনদেন হয়েছিলো ৫৮ কোটি টাকা।
(ঢাকাটাইমস/১৪মে/এমএন)