logo ০৯ মে ২০২৫
একদিন পর ঊর্ধ্বমুখী বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৫ ১৫:৫০:০৭
image

ঢাকা: আগের কার্যদিবসের নিম্নমুখী প্রবণতার পর বুধবার উর্ধ্বমুখী সূচকে লেনদেন হয়েছে উভয় বাজারে। আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। টানা পাঁচ কার্যদিবস উত্থানের পর মঙ্গলবার কিছুটা নিম্নমুখী ছিলো শেয়ারবাজার।


বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৮ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।


লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৫৫৪ কোটি ৩৯ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৭১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম। লেনদেন হয় মোট ৫৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪৩ কোটি ৮৭ লাখ টাকা।


(ঢাকাটাইমস/১৩মে/এমএন)