logo ২৫ মে ২০২৫
দিনশেষে বেড়েছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মে, ২০১৫ ১৫:৫৩:১৪
image

ঢাকা: আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবারও দেশের শেয়ারবাজারের মূল্য সূচকে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে উর্ধ্বমুখীতা বিরাজ করছে। 


সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৭২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ১৭০ পয়েন্ট।


এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ৫৭ পয়েন্ট।


ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৭৫ কোটি ৯০ লাখ টাকা বেশি।


লেনদেন হওয়া ২০৮ টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, ওয়েস্টার্ন মেরিন, এমজেএল, বেক্সিমকো, কেপিসিএল, এসপিসিএল, এসিআই ফর্মুলেশন, আরএকে সিরামিকস ও অগ্নি সিস্টেম।


অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১৭০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টি, কমেছে ৬২টি ও অপরিবর্তিত রয়েছে ১২টি।


(ঢাকাটাইমস/১১মে/জেএস)