logo ০৯ মে ২০২৫
সপ্তাহশেষে সূচক ও লেনেদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৫ ১৩:০৯:২৩
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকই বেড়েছে। পাশাপাশি আগের সপ্তাহের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে।


সপ্তাহের চার কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ১৭৩ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৬৩ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৮৪৪ টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৪৯ লাখ ২ হাজার ৩২৯ টাকা বা ৫.৭৬ শতাংশ।


গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৭৯৩ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৩৪০ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার ২১১টাকা।


গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৫ শতাংশ বা ৭৫ পয়েন্ট বেড়েছে। ডিএস৩০ সূচক বেড়েছে ০ দশমিক ৮৪ শতাংশ বা ১৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশ বা ১৭ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ৫টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ১৪০ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩৫৩ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৪০ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।


(ঢাকাটাইমস/৯মে/এমএন)