ঊর্ধ্বমুখী সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৫ ১৫:৪৪:৪৬

ঢাকা: আগের কার্যদিবসের রেশ ধরে ঊর্ধ্বমুখী সূচকে বুধবারের দিনশেষ করেছে দেশের উভয় শেয়ারবাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৪৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ০৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।
লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৮৪ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৩২৭ কোটি ৩০ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৬০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬১১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। লেনদেন হয় মোট ৪২ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৬মে/এমএন)