লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৫ ১১:২৯:৪২
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে সকাল ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আহ্বান করা হয়েছে।বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ১৪ মে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।
রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৩৫ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৭১.৪০ টাকা এবং শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১৪৫.১৫ টাকা।
(ঢাকাটাইমস/৬মে/এমএন)