logo ১০ মে ২০২৫
শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৫ ১৪:০৯:৫৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের শুরুতেই মূল্য সূচকে ব্যাপক পতন হয়েছে।


রবিবার বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে লেনদেন বন্ধ থাকার পর সোমবার সপ্তাহের প্রথম লেনদেন শুরু হয় সকাল সাড়ে দশটায়।


এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে যায় ১ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক কমে ২৩ পয়েন্ট, ১১টায় সূচক কমে ২৪ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে সূচক কমে ৩৪ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে কমে ৫৫ পয়েন্ট, সাড়ে ১১টায় কমে ৭৩ পয়েন্ট।


১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট কমে ৩ হাজার ৯৭৫ পয়েন্টে অবস্থান করছে। এদিকে, ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫১২ পয়েন্টে।


এ সময় পর্যন্ত ডিএসইতে ৪৯টি প্রতিষ্ঠানের বেড়েছে, কমেছে ১৮৮টি এবং অপরিবর্তীত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- রেকিট বেনকিজার, এসিআই ফর্মুলেশন, জেমিনি সি ফুডস, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, বিএটিবিসি, ইন্টারন্যাশনাল লিজিং, তুং হাই নিটিং, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স।


অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট কমে ৭ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৮ লাখ টাকা।


লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ১১টির।


(ঢাকাটাইমস/৪মে/জেএস)