logo ১০ মে ২০২৫
সপ্তাহজুড়ে ৪০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মে, ২০১৫ ০৮:৫৬:১৭
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪০ টি কোম্পানি গত সপ্তাহে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো-


রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত ও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ নিয়ে আলোচিত বছরের জন্য কোম্পানিটি মোট ৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল। বছরের প্রথম অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে কোম্পানিটি ২৭৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। দ্বিতীয় দফায় দিয়েছিল ১৭৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ।


এমজেএল বাংলাদেশ: জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ১৫ শতাংশ বোনাস।


সোনারগাঁও টেক্সটাইল: বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।


আজিজ পাইপস: প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।


কর্ণফুলী ইন্স্যুরেন্স: কর্ণফুলি ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


গ্লোবাল হেভি কেমিক্যালস: গ্লোবাল হেভি কেমিক্যালসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।


এসিআই লিমিটেড: এসিআই লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বোনাস লভ্যাংশ ১৫ শতাংশ।


তুং হাই নিটিং অ্যান্ড ডাইং: বস্ত্র খাতের কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডাইং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে।


ইউনাইটেড পাওয়ার: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বোনাস লভ্যাংশ ১০ শতাংশ।


জিবিবি পাওয়ার: বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


এএফসি অ্যাগ্রো বায়োটেক: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস শেয়ার।


অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস: অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।


ইস্টার্ন ইন্স্যুরেন্স: ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


জেএমআই সিরিঞ্জ: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইসেস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


মেঘনা সিমেন্ট: সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


রংপুর ডেইরি: খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।


বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স শেয়ারহোল্ডারদের কোনো  লভ্যাংশ দিবে না।


ন্যাশনাল ফিড মিল: বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


বেক্সিমকো সিনথেটিকস: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকস এবারও কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।


শাইন পুকুর সিরামিকস: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিচ্ছে না।


বেক্সিমকো ফার্মা: বেক্সিমকো ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


বেক্সিমকো: বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


ফিনিক্স ইন্স্যুরেন্স: ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।


প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


গ্লোবাল ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


সোনারবাংলা ইনস্যুরেন্স: বিমা খাতের কোম্পানি সোনারবাংলা ইনস্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ।


ঢাকা ইন্স্যুরেন্স: ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।


জেনারেশন নেক্সট ফ্যাশনস: জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


এসিআই ফরমুলেশনস: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফরমুলেশনস শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


বাটা সু: বাটা সু লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের জন্য ১৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। এই হিসাবে কোম্পানির মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ২৮০ শতাংশ।


রংপুর ফাউন্ডারি: রংপুর ফাউন্ডারি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।


এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: বিমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।


স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।


ফেডারেল ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


রিপাবলিক ইন্স্যুরেন্স: রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।


সেন্ট্রাল ইন্স্যুরেন্স: সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।


এক্সিম ব্যাংক: এক্সিম ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।


সিটি ব্যাংক: সিটি ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


(ঢাকাটাইমস/২মে/এমএন)