আবারো পতনে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৫ ১৬:১৩:১২

ঢাকা: আবারো পতনের মুখে পড়েছে দেশের উভয় শেয়ারবাজার। টানা পাঁচ কার্যদিবস পতনের পর সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী ছিলো বাজার। এর ঠিক এক কার্যদিবস পরে বুধবার ফের পতনের কবলে পড়েছে উভয় শেয়ারবাজার।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৫৬২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ০৫ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
লেনদেন হয়েছে ৩১৬ কোটি ১৭ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৭ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৬৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট কমে ১২ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয় মোট ৩৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমএন)